Skip to main content

আপনারা অনেকেই জানেন যে, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সরকার এর মধ্যে একটি বিদ্যমান চুক্তি অনুযায়ী প্রতি বছর ১০০ জন বাংলাদেশী নাগরিকে Work and Holiday Visa (Subclass 462) এর আওতায় সর্বোচ্চ ১ বছরের জন্য অস্ট্রেলিয়া ভ্রমণের এবং কাজের সুযোগ দেয়া হয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশ সরকারও ১০০ জন অস্ট্রলিয়ান নাগরিককে বাংলাদেশ ভ্রমণের সুযোগ দিয়ে থাকেন। এই ভিসা প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য - Work and Holiday Visa (subclass 462) প্রাপ্ত বাংলাদেশী নাগরিকদের অস্ট্রেলিয়া অবস্থানকালীন সময়ে ফুল ওয়ার্ক পারমিট থাকবে যেন তারা অস্ট্রলিয়ান সংস্কৃতি ও কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এই Work and Holiday Visa (subclass 462) তে আবেদন করতে আপনাকে নিম্নের যোগ্যতা শর্তগুলো পূরণ করতে হবে -

☆ বাংলাদেশী পাসপোর্ট
★ বয়স ১৮ - ৩০ বছর
☆ স্নাতক ডিগ্রী অথবা নূন্যতম ২/৩ বর্ষ স্নাতক ডিগ্রী
★ IELTS স্কোর ৪.৫ প্রতি ব্যান্ড এ
☆ ব্যাঙ্ক -এ ৫০০০ অস্ট্রেলিয়ান ডলার সমপরিমাণ টাকা
★ বাংলাদেশ সরাষ্ট্র মন্ত্রানলয় থেকে এপ্রুভাল লেটার
☆ ভিসা ফী: 27,050.00 টাকা (can be changed anytime)


একজন বাংলাদেশী হিসেবে Australia Work and Holiday Visa (Subclass 462) - তে আবেদন করতে হলে, প্রথেমে আপনার প্রয়োজন হবে - বাংলাদেশ সরাষ্ট্র মন্ত্রানলয়-এ নাম নিবন্ধন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে -

☑ পাসপোর্ট এবং
☑ জাতীয় পরিচয় পত্র - এর স্ক্যান কপি
☑ IELTS General অথবা Academic Test স্কোর (সর্বনিম্ন ৫.৫ করে প্রতি ব্যান্ড এ )

বাংলাদেশ সরাষ্ট্র মন্ত্রানলয় থেকে আপনার বাক্তিগত তথ্য পরীক্ষা নিরীক্ষা করার পর আপনাকে একটি "এপ্রুভাল লেটার" দেয়া হবে। "এপ্রুভাল লেটার" পাবার পর আপনি Work and Holiday (Subclass 462) ভিসা আবেদন করতে পারবেন। আর ভিসা আবেদন করার পর শতকরা ৯০ ভাগ ভিসা প্রসেস হতে ১৫ থেকে ২৯ দিন সময় লাগে।

Australia Work and Holiday Visa (Subclass 462) - এর জন্য বাংলাদেশ সরাষ্ট্র মন্ত্রানলয় গত বছর সেপ্টেম্বর মাসে (তিন সপ্তাহের জন্য) বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহবান করেন। এবারও আমরা আশা করছি সেপ্টেম্বর মাসে আবার বাংলাদেশ সরাষ্ট্র মন্ত্রানলয়, 2018 সালের Australia Work and Holiday Visa-এর জন্য দরখাস্তের সুযোগ দিবেন। সুতরাং আপনার যদি কোনো IELTS টেস্ট না দেয়া থাকে তাহলে যত দ্রুত সম্ভব এই আগস্ট মাসের মধ্যে IELTS পরীক্ষা শেষ করা উচিত হবে। কেননা, IELTS ফলাফল বের হতে ২ সপ্তাহ পর্যন্ত সময় নেয়।

বাংলাদেশ সরাষ্ট্র মন্ত্রানলয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে এখানে প্রবেশ করুন।

বাংলাদেশ সরাষ্ট্র মন্ত্রানলয় Australia Work and Holiday Visa রেজিস্ট্রেশন ফর্ম (Bangladesh Home Ministry Registration Form) যেতে চাইলে এই লিঙ্কটিতে ক্লিক করুন।

২০১৭ সালের আবেদনকারীদের তালিকা দেখতে এই লিঙ্কটিতে ক্লিক করুন। অস্ট্রেলিয়া Work and Holiday ভিসা সংক্রান্ত যেকোনো মতামত নিম্নের কমেন্ট বক্স এ লিখুন। ধন্যবাদ।


Document Checklist: http://www.vfsglobal.com/Australia/Bangladesh/pdf/Work_Holiday_visa_checklist_280216.pdf http://www.vfsglobal.com/Australia/Bangladesh/pdf/Details_of_Relatives_Form.pdf