Skip to main content
We encourage you read our website disclaimer before reading this article. Thank you.

অস্ট্রেলিয়া এখন সারা বিশ্বের মানুষের কাছে মাইগ্রেশন এর জন্য একটি অন্যতম পছন্দনীয় দেশ। উন্নত Living standards এবং social security এর প্রধানতম কারণ। ২০২৩ সালের বসবাসের জন্য পছন্দনীয় শহরের তালিকায় Australia শহরগুলোর অবস্থান সে রকমই প্রমাণ করে। বিস্তারিত এই লিংকে - Australia holds strong in 2023 Most Liveable Cities rankings.

যাইহোক, আমাদের বাংলাদেশী বিভিন্ন পেশাজীবীদের মাঝেও অস্ট্রেলিয়া অভিবাসন সমানভাবে জনপ্রিয় কিন্তু সমস্যা হলো শত ব্যস্ততার মাঝে সঠিক তথ্যগুলো খুঁজে বের করা অনেকের জন্য বেশ ঝামেলাপূর্ণ। বেশিরভাগ সময়ই বাংলাদেশে অবস্থানরত অনেক পরিচিতজন জানতে চান কিভাবে অস্ট্রেলিয়া অভিবাসন শুরু করবেন। আজকের এই প্রবন্ধটি বাংলাদেশে বসবাসরত যে সকল পেশাজীবী অস্ট্রেলিয়া অভিবাসন এ আগ্রহী মূলত তাদের জন্যই লেখা।

Australia Skilled Migration

Australia Skilled Migration visa প্রোগ্রাম হচ্ছে Australia সরকারের একটি জনপ্রিয় point based স্থায়ী ভিসা প্রোগ্রাম, যেখানে তারা বিশ্বের বিভিন্ন দেশের স্কিলড প্রফেশনালদের কে স্থায়ীভাবে অস্ট্রেলিয়া থাকবার তথা Australian নাগরিকত্বের সুযোগ দিয়ে থাকে। প্রথমে জেনে নেই, Australia Skilled Migration visa প্রোগ্রামে আবেদন করবার জন্য প্রার্থীকে কি কি criteria meet করতে হবে।


প্রথমে আপনি এই Youtube ভিডিও Presentation টি দেখতে পারেন।



বয়স সীমা:

Australia Skilled Migration visa প্রোগ্রামে আবেদন করবার জন্য প্রার্থীকে অবশ্যই ৪৫ বছরের নিচে থাকতে হবে। এই প্রসঙ্গে একটা জেনে নেই- আপনি Australia Skilled Migration visa প্রোগ্রামে আবেদন করবার জন্য Expression of Interest (EOI) submit করলেন যখন আপনার বয়স ৪৪.৫ বছর, কিন্তু আপনি যখন main application lodge করবার জন্য invitation পেলেন তখন আপনার বয়স ৪৫ বছর। তাহলে আপনি আর validly apply করতে পারবেন নাহ। যেহেতু EOI submit করার পর main application lodge করার জন্য invitation পেতে বেশ কিছুটা সময় লাগে সুতরাং, realistically বয়স ৪৪+ হলে কিছুটা ঝুকি থেকে যায়।



শিক্ষাগত যোগ্যতা:
আপনার যদি ৪ বছরের অনার্স অথবা সমমানের ডিগ্রী থেকে থাকে তাহলে আপনি তাহলে আপনি এই সুযোগ গ্রহণ করতে পারেন।

কাজের অভিজ্ঞতা:
প্রথমে মনে রাখতে হবে যে, Australia-র বাইরের যেকোন ডিগ্রী কে Australia-র সমমানের করার জন্য প্রার্থীকে ঐ একই ফিল্ডে minimum 3 years (ক্ষেত্র বিশেষে দুই বছর) কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

ইংরেজী জ্ঞান:
প্রার্থীকে অবশ্যই IELTS (General অথবা Academic version) এর প্রতিটি module-এ আলাদা আলাদা করে 6.0 স্কোর করতে হবে। কোনো প্রার্থী যদি প্রতিটি module-এ আলাদা আলাদা করে 7.0+ স্কোর করতে পারেন, সেক্ষেত্রে তিনি আবেদন করার সাথে আরো 10 পয়েন্ট পাবেন।

অত্যন্ত দুঃক্ষজনক হলেও একথা সত্যি যে, শুধুমাত্র "appropriate and required" ইংরেজী জ্ঞান না থাকার জন্য অনেক বাংলাদেশী প্রফেশনাল, যাদের যোগ্যতা ও দক্ষতা ভারত, পাকিস্তান কিংবা নেপালীদের থেকে উচুমানের হবার পরও এই ভিসা প্রোগ্রামে অংশগ্রহণ করবার থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গটি উল্লেখ্য করার কারণ - এই প্রবন্ধের নিম্নে প্রদত্ত statistics.

Australia Skilled Migration

ভেবে দেখুন, বাংলাদেশ এবং দুই কোটি আশি লক্ষ জনসংখ্যার দেশ Nepal-এর total population ratio, অথচ Nepalese-রা top 10 country -তে স্থান করে নিয়েছে। আর, total number is only 5000+. তাহলে , এই বিশাল জনসংখ্যার বাংলাদেশ থেকে কি প্রতি বছর 5000+ প্রফেশনাল আমরা অস্ট্রেলিয়াতে export করতে পারি নাহ? Simply compare, প্রতি বছর কি পরিমাণ skilled professionals আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তৈরী করছি।

অবশ্য এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে কতিপয় চরম dishonest immigration firm, যাদের চমকপ্রদ বিজ্ঞাপন শুধু সাধারণ মানুষ নয়, অনেক উচ্চ শিক্ষিত professionals দের পর্যন্ত বিভ্রান্ত করছে। So, many professionals have lost their valuable money, time, hope and finally total confidence in this visa programme. সুতরাং, একেবারে শতভাগ নিশ্চিত না হয়ে কোনো ইমিগ্রেশন ফার্ম এর সাথে কোনো প্রকার অর্থ লেনদেন না করায় শ্রেয়।



এখানে উল্লেখ্য করা প্রয়োজন যে, অস্ট্রেলিয়া মাইগ্রেশন এর ব্যাপারে কাজ করতে গেলে যেকোনো কনসালটেন্টকে অস্ট্রেলিয়া সরকার এর OMARA* হতে একটি রেজিস্ট্রেশন নেয়া বাধ্যতামূলক। যদি কোনো কনসালটেন্ট-এর সেই রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনার প্রতারণার সুযোগ থেকেই যায়। অনেক শিক্ষিত লোকজন ও এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে অবগত না থাকার কারণে প্রতারণার শিকার হয়ে থাকেন। সুতরাং আপনি কোনো ফার্মের মাধমে আপনার অস্ট্রেলিয়া মাইগ্রেশন অথবা যেকোনো ভিসা সম্পর্কে এডভাইস নিতে গেলে প্রথমে তাদের কনসালটেন্ট-এর রেজিস্ট্রেশন হালনাগাদ আছে কিনা জিজ্ঞেস করবেন। এটা জানা আপনার অধিকার। কেননা একজন নিবন্ধিত ইমিগ্রেশন বিশেষজ্ঞকে নির্দিষ্ট Code of Conduct মেনে কাজ করতে হয় এবং রয়েছে জবাবদিহিতা। ফলে এই রেজিস্ট্রেশন অর্থ লেনদেন এর ক্ষেত্রে প্রথম স্তরের সুরক্ষা প্রদান করে। তাই ঝকঝকে অফিস কিংবা লোভনীয় বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হয়ে নিজেই যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিন।

আরেকটি বিষয় উল্লেখ্য করা প্রয়োজন, আর সেটি হচ্ছে বাংলাদেশের প্রফেশনালদের অধিক আত্মবিশ্বাস। সে কারণেই বেশীরভাগ ক্ষেত্রে ওনারা ভুলে যান যে, অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ল' খুব-ই complex and dynamic. Dynamic-এ অর্থে যে এই law খুব দ্রুত পরিবর্তন হয়ে থাকে। সুতরাং বন্ধুদের পরামর্শ আর গুগল নির্ভর বিভিন্ন forum ভিত্তিক জ্ঞান অনেক সময়ই আত্মঘাতী হয়ে থাকে।

অন্যদিকে নেপালী, পাকিস্থানী কিংবা ভিয়েতনামী প্রফেশনালদের বেশির ভাগই রেজিস্টার্ড ইম্মিগ্রেশন কনসালটেন্ট এর মাধ্যমে তাদের যাত্রা শুরু করেন। এটাকে তারা career এ one off ইনভেস্টিমেন্ট হিসেবে গ্রহণ করেন। আর সে কারণেই প্রায় ২.৭৫ কোটির জনসংখ্যার নেপালীরা যখন Skilled Migration এবং Student visa তে প্রথম ৫টি দেশের তালিকায় তখন ১৬ কোটির বাংলাদেশ প্রায় (bottom of the barrel) তলানি তে। ভিসা পাবার success rate ওদের অনেকগুন বেশি because they understand that every situation is unique তাই আমার friends or colleague যে steps follow করে ভিসা পেয়েছেন, সুতরাং আমিও সে way তেই visa পাবো that's not 100% true.

Anyway, এই বিষয়টি উল্লেখ্য করা অর্থ এই নয় যে আপনাকে অবশ্যই একটি কনসাল্টিং ফার্ম এ যেতে হবে। এটির উদ্দেশ্য এই যে আপনাকে ভালোভাবে বুঝে প্রতিটি ধাপে কাজ করতে হবে। মনে রাখা প্রয়োজন যে, একজন রেজিস্টার্ড ইম্মিগ্রেশন কনসালটেন্ট এর অনেক দায়বদ্ধতা রয়েছে এবং তা একজন আবেদনকারী যে দেশেই অবস্থান করুক না কেন।

এবার আসুন একনজরে Australia Skilled Migration-এ Point Allocations গুলো দেখে নেয়া যাক-
বয়স:
১৮ - ২৪ বছর মধ্যে - ২৫ পয়েন্ট
২৫ - ৩২ বছর মধ্যে - ৩০ পয়েন্ট
৩৩ - ৩৯ বছর মধ্যে - ২৫ পয়েন্ট
৪০ - ৪৪ বছর মধ্যে - ১৫ পয়েন্ট

শিক্ষাগত যোগ্যতা:
ডিপ্লোমা ডিগ্রী - ১০ পয়েন্ট
ব্যাচেলর ডিগ্রী - ১৫ পয়েন্ট
Ph.D - ২০ পয়েন্ট

কাজের অভিজ্ঞতা (নিজস্ব ফিল্ডে):
৩ বছর - ৫ বছর - ৫ পয়েন্ট
৫ বছর - ৮ বছর - ১০ পয়েন্ট
৮ - ১০ বছর - ১৫ পয়েন্ট

ইংরেজী জ্ঞান, for instance, IELTS স্কোর (প্রতি ব্যান্ড-এ):
৬.০ - ০ পয়েন্ট
৭.০ - ১০ পয়েন্ট
৮.০ - ২০ পয়েন্ট

এছাড়াও আপনি State / Regional Nomination থেকে 5 - 10 পয়েন্ট এবং NAATI test থেকে extra 5 পয়েন্ট claim করতে পারেন।

কিভাবে শুরু করবেন?

আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে ই-মেইল করতে পারেন অথবা আমাদের অস্ট্রেলিয়া ইমিগ্রেশন বিশেষজ্ঞ-এর সাথে সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন এই email address এ hello@qantara.com.au
অথবা আপনি আমাদের ফার্ম থেকে প্রফেশনাল লেটার অব এডভাইস (Letter of Advice) নিতে পারেন। Letter of Advice সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে Letter of Advice প্রবেশ করুন।




কেমন খরচ হবে?
পুরো মাইগ্রেশন প্রসেস করতে বিভিন্ন ধাপে আপনাকে খরচ করতে হবে। এখানে আমরা আপনাকে একটা guesstimate দেই ফলে আপনার বুঝতে সহজ হবে।
IELTS Test Fee = AUD 350.00
Qualification Skill Assessment Fee = $800 - $1000
Final Application Fee = 4640.00 (main applicant)
আবেদনকারী বিবাহিত হন এবং spouse include করেন। Final Application Fee = AUD 2320.00 (secondary applicant)
Final Application Fee = AUD 1160.00 (third applicant e.g. child under 18 years)
Postal and other fees = AUD 200.00
(আপনি একা আবেদন করলে Application Fee হবে AUD 4640 .00. কিন্তু কেউ যদি স্ত্রী/স্বামী (spouse) ও দুটি সন্তান নিয়ে আবেদন করে সেক্ষত্রে Spouse Fee হবে AUD 2320.00 এবং প্রতি child (under 18 years) application Fee হবে AUD 1160.00 করে হবে AUD 2320.00.
* AUD - Australian Dollar
আপনার যদি point shortage এর জন্য State Sponsorship এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আরো AUD 500 - 1000 খরচ হবে।

এটি একটি rough estimation যা time to time change হতে পারে। আপনি চাইলে এই লিংকে প্রবেশ করে ভিসা ফী দেখে নিতে পারেন। সব হিসাব করলে মোটামুটি AUD 6000 থেকে সর্বোচ্চ AUD 10k মত খরচ হবে। 1 AUD = 70 BDT হলে, প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা মতো (দুই সন্তান সহ). বলতে পারেন এটা আপনার career-এ one time investment. আরেকটি মজার বিষয় হলো - Australia -তে স্থায়ী (Permanent Residency) ভিসা নিয়ে আগমনের সাথে সাথে আপনার দুই সন্তান অবশ্য প্রতি মাসে সোশ্যাল বেনিফিট পাওয়া শুরু করবে, (যদি এলিজিবল হয় ) । আর সবচেয়ে, গুরুত্বপূর্ণ বিষয় হলে Australian ফ্রী health benefits for all of your family members. যা অবশ্য USA-তে নেই। সুতরাং, সবকিছু calculate করলে 5 থেকে 7 লক্ষ টাকা কিন্তু খুব বেশী কিছু নয়। Applicant must have a mindset to pay a reasonable fees.


ধন্যবাদ-
এস রশীদ, MARN: 1682937 MMIA 16380
সিনিয়র ইমিগ্রেশন কনসালট্যান্ট।
office@wsms.com.au


এই প্রবন্ধটা আপনার ভালো লেগে থাকলে ফেইসবুকে শেয়ার করতে পারেন, হয়তো আরেকজন বাংলাদেশী প্রফেশনাল কিছুটা উপকৃত হতে পারে। সবশেষে, এই লিঙ্কে প্রবেশ করে দেখে নিতে পারেন আপনি এই ভিসা প্রোগ্রামে আবেদন করতে পারবেন কিনা https://www.wsms.com.au/check-your-eligibility


*OMARA - Office of the Migration Agents Registration Authority.

Disclaimer: A quick but important clarification that we’re not your lawyer/migration agent and this answer doesn't establish a lawyer (registered migration agent) - client relationship. We’re trying to give a generic answer to a generic question to educate the users of this website. The information here is general in nature and should not be understood as a substitute for personal migration agent advice. Whilst all the information provided is generic in nature, we are happy to discuss specifics at any time with a Service and Fee Agreement. Information can be changed any time so for up-to-date information visit Australia government immigration website.